ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

মুক্তি পাচ্ছে না জিতের ‘সুলতান’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ১৯:০১, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কলকাতায় মুক্তি পেলেও বাংলাদেশে তখন মুক্তি পায়নি `সুলতান: দ্য সেভিয়ার` চলচ্চিত্রটি। সাফটা চুক্তির মাধ্যমে ৬ জুলাই ছবিটি মুক্তির চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হলেও এই তারিখে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। কখন মুক্তি পাবে সেটাও নিশ্চি করে বলা যাচ্ছে না। সুলতান ছবিতে অভিনয় করেছে কলকাতার জিত ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। 

বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ছবিটি মুক্তি প্রসঙ্গে বলেন, বাংলাদেশে ‘সুলতান’ মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয় মৌখিক অনুমতি দেয়। কিন্তু এখনও পর্যন্ত অনুমতির কাগজ হাতে পাইনি। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম নোটিশ দিয়েছেন ছবিটি মুক্তির বিষয়ে আবার আলোচনা করা হোক। এজন্য দেরি হচ্ছে।

কলকাতার নির্মাতা রাজা চন্দ পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আমান রেজা, তাসকিন রহমান এবং শহীদুল আলম সাচ্চু।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি